লজ্জা, তা তো নাই মজ্জায়।।

জন মত দিতে গিয়ে
স্বাধীনতা আর সম্মানের বার্তা দিয়ে যাই॥
তারপরে অবসরে ব্যক্তি পরিসরে
চটুল চুটকিতে, রসালো উক্তিতে
মুচকি মুচকি হেসে যাই।।
না তখন লজ্জা পাই না রে ভাই।।

সমান সমান বলি বটে,
কিন্তু সমান প্রতিদ্বন্ধিতা পারি না সামলাতে,
তাই চরিত্র হনন করে তার আসল জায়গা দেখাই।
তখন এতটুকুও কি লজ্জা আমি পাই?

ভালোবাসা ছেড়ে গেলে সংখ্যা হয়ে দাড়ায়,
সামাজিক আস্কারায় লজ্জা তো দুরস্থ,
উল্টে বুক বাজিয়ে করে বেড়াই বড়াই,
তাতে তো কোনো লজ্জা নাই।।

তোমায় আমায় ক্ষমতার বিভাজনে,
জানি নাকো কি কারণে কাজেরও হয়ে গেছে বাছাই।
তাই আমার কাজে তুমি এলে আড়ালে নাক সিটকাই, তোমার কাজ করতে হলে আমি অনেকটাই লজ্জা পাই।

সম্মান কিসে হয়, ঠিক করে শিখি নাই।
পুরুষ সিংহ তাই পশু হয়ে রয়ে যাই।  
মুখে যতই বুলি আউড়াই,
তবে আমার গঠনগত সংস্কারে
সামাজিক লজ্জার কোনো জায়গা নাই।।