অনেক যত্নে গড়া আমার ভালো মানুষ আমি,
যে যা বলুক আমার কাছে আমি বড়ো দামী ।
মানের তোড়া জুড়ে করি সিন্দুক বোঝাই,
চাওয়া গুলোর গলা টিপে সুরে সুর মেলাই।
কেউ বাঁচছে জীবন কাটছে সাঁতার উল্টো নদীর ধারে,
চোখের ছোয়াচ বাঁচিয়ে চলি, মন ঘুরুক বা তার পাড়ে।
কিন্তু সময়েতে রোদের আলো ক্ষীণ হয়ে যেই আসে,
সিন্দুকেতে মানের বোঝার টক গন্ধ ভাসে।
মন্দ ভালোর দ্বন্দ্ব খাচায় শেওলা করে ভিড়,
চাওয়া পাওয়ার হাতুড়ি ভারে মানে ধরায় চিড়।
ন্যায় অন্যায় বেড়ার ধারে বিড়াল ওত পেতে,
বালিশের নিচে ইচ্ছে গুলো লুকানো যত্নেতে।
যেই মাঞ্জা দিয়ে উড়াই জাহাজ কামনা বন্দরে,
দামের বহর লটর পটর গোত্তা খেয়ে পড়ে।
তখন সাজানো বাগান বিকিয়ে দিয়ে অগোছালো আমি,
চাই শুধু একটু হতে তোমার কাছে দামী।
দেখানো সোহাগ অন্তর হীন বাজানো আবদারে,
ভালোবাসার তরকারি হয় দরকারি ডিনারে।
চেনা অচেনা রাস্তা ঘুরে, এবার আমার সামনে আমি,
দেখি ভালো আছি যখন আছি নিজের কাছে দামী।