উড়ছে শকুন কুণ্ডলী পাকানো ধোয়ার নিরাপদ দূরত্বে,
শিয়ালের দল কষছে হিসাব ফায়দা তুলবে কি শর্তে।
এরপর চরাচর সারে সার আসবে সবাই বুঝে নিতে ভাগ,
মেঠো ধুলো ঢেকে দেবে পলাশের ফাগ, মাটি পোড়া দাগ।
ছিড়ে নিয়ে যা আমার খোলা হাত, আধ পোড়া পা,
কিছু খুচরো পাপ অথবা আমার নামের দামে বাকি আছে যা।
ভাবনার অবকাশ নেই আর, প্রাপ্তির নেই আর লোভ,
ক্ষমা করি, ক্ষমা করো প্রার্থনা শুধু, মিটে গেছে ক্ষোভ।
তবে আর একটু খেলতে দিও শিশির ভেজা ঘাসে ঢাকা পথে,
পোড়া দাগ ঢেকে গেলে তুমিও এসো, খেলবো এক সাথে।
নতুন সেই পরিচয়ের দিনে তোমাকে দেবো কাটা ছাড়া ফুল,
তুমি ছিড়ে এনো পাতা, মালা গেঁথে বেঁধে নিও ছাড়া এলো চুল।
আর কচি কচি হাত দুটো বাড়িয়ে দেবো সোহাগে,
আদরে আদরে ভরিয়ে দিও প্রাণ জোড়ানো আবেগে।
তবে এই গল্প আর বলোনা, ভুলে যেও সেই সব গড়া গল্প যতনে,
যা উড়েছে ধোয়ার কুণ্ডলীতে, উড়ছে উড়বে নীল বাতির ফিটনে।
লজ্জা পেয়ে যাবে কোনো জান্তব অহংকার, খাতার পাতায় মুখ লুকোতে হবে মানুষ তোমার,
তাই চুপটি করে থাকো, বুকের পাথর সরিয়ে দিয়ে আমার ভালোবাসা রাখো, আমি আসবো ফিরে আবার।।