আমাকে বোলো না প্রিয়,
তোমার বেদনা তোমারই থাকুক।।
আমি হয়ত বা খুব সহানুভূতি দেখাবো,
"আহা!" "কি নিদারুন!"
বলে তোমায় সমবেদনা জানাবো,
কিন্তু সত্যি বলছি দিনের শেষে,
তুমি আর তোমার দুঃখ থাকবে।
আমি প্রিয়জনের হাত ধরে, অনেক দূরে, আনন্দেতে উদ্বেল হব।।
তাই তুমি আর তোমার আবেগ থাকুক।
আমাকে বোলো না প্রিয়,
তুমি আর তোমার বেদনা থাকুক।।
কোনও এক দূর্বল মূহুর্তে যদি,
আমি ভরসার কাঁধ এগিয়ে দিই,
তোমার চোখের জল দুই হাতেতে মুছে দিই।
তবুও জেনো, এই সব মিথ্যে ।
সত্যি শুধু সেই একটু সময়,
যখন তুমি আর তোমার উপলব্ধি থাকে।
তাই আমাকে বোলো না প্রিয়,
তুমি আর তোমার বেদনা থাকুক।।
সেই যখন তোমার বিশ্বাসেতে চিড় ধরেছে,
আর আমার মনে না চাইতেও ফূর্তি আসে,
চোখে আমি তোমার শোকের দুঃখ ভরে,
তোমার পোড়ার উত্তাপ নিই আমোদ করে।।
আমার কাছে সান্ত্বনারই আবদার ছাড়ো, লড়াই করার আবার নতুন রসদ ভরো।
তুমি আর বুক ভরা তোমার বাষ্প থাকুক।
তাই আমাকে বোলো না প্রিয়,
তুমি আর তোমার বেদনা তোমারই থাকুক।।