চুপ করে থাকা তবু চুপ নয়,
চাওয়া পাওয়ার হাজার বোঝা
চুপি চুপি কথা কয় ।
আজ কাল আর কালের আভায়
কোন গোপনে লুকিয়ে থাকে
ভবিষ্যতের ভয় ।।
ভুলের ওজন ভুলেতে হারিয়ে
মন ধাঁধানো ইন্দ্রজালে,
সবারে দিই থামিয়ে ।
যতন করে সবার মাঝে,
ভান সাজানো মানের বোঝা
সচেতনে রাখি নামিয়ে।।
যে বাঁধন বেঁধে যে সাধন সেধে
অবুঝ কৈশোর রেখে ঘুমের ফাঁদে
সাজায়ে নিয়েছি নিজেরে।
হাতে হাত ধরে তবু ঘুরে ফিরে
তারা ভিড় করে আসে
জীর্ণ স্মৃতির মাজারে ।।
তাই হয়ত চুপ করে আছি
জেনো তবু চুপ নয়
ছয়টি ভুতের গোপন ছানা
মনো- সঙ্গোপনে কথা কয় ।।
@রাজু