দৃশ্যমান আবহে তার
উপস্থিতি অনুভূত হয়,
অদৃশ্য আসরে
কখনো ভরসা কখনো ভীতি জাগায়।।
চঞ্চল স্থিতি তার
অহং বোধের নৈবেদ্য সাজায়,
সুতীব্র আকর্ষণে
অনুগতের চিত্ত চাঞ্চল্য জাগায়।।
আবহমান পঙক্তিতে তার
নির্দিষ্ট সর্বোচ্চ আসন,
অতিরঞ্জিত বাগাড়ম্বরে
কাল্পনিক ভাস্বরে
কৃত্রিম সৌহার্দ্যের আস্ফালন ।।
বিভাজনের ভজনে সহস্র ত্বরণে
করে সুযোগের সদ্ব্যবহার,
দ্বিমতের টুটি চাপি
সবলের প্রীতিতে ভাসে দুর্বলের ভক্তির সমাহার।।
স্বভাবে বদল তার
ক্ষণে ক্ষণে রং পাল্টায়,
মন দখলের লড়াইয়ে
কখনো ভৃত্য কখনো প্রভু সাজায়।।
@রাজু