এই মুহূর্ত টা শুধু থেকে যাক,
আর কিছু নয়, আর কিছু নয়।
এই সময়, এই ছোঁয়া, ওই চোখের পলক,
এই শুধু থাক, আর কিছু নয়।

রোজকার বেঁচে থাকা একঘেয়ে যখন সময়,
ভাবনার ঘরে নিয়ে বাঁচি আর কিছু নয়।
এক টুকরো শীতল মেঘ হয়ে থাক,
এই স্পর্শ আর এই ভাষা—
আর কিছু নয়, আর কিছু নয়।

এই মুহূর্তে শুধু নীরবতা কথা বলে যাক,
তোমার চোখে লেখা গল্প আমায় ছুঁয়ে যাক,
স্বপ্ন মাখা মুখের ছায়া, নাকি চেনা গন্ধ ভরা,
কিছুই জানি না, জানতেও চাই না আর,
শুধু এই থাক, আর কিছু নয়।

তোমার হাসি, বাতাসে মিশে যাক গান হয়ে,
আমার বুকের ভিতর বাজে নীরব সুর হয়ে,
না আগামী কাল না, সরে সরে যায় সময়।
তবু এই ক্ষণ, যেন  হয়ে থাক চিরন্তন
যেন আর কিছু নয়, আর কিছু নয়।

চোখে চোখ রাখা এই শান্ত সমুদ্র আর
উজ্জ্বল আকাশ রাঙে তোমার হাতের উষ্ণতার
না বলা ভাষায় ফুটুক এক নতুন ভোর,
সেই ক্ষণে তুমি আমার পৃথিবী হয়ে যাওয়া,
এই টুকু স্মৃতি শুধু থাক, যেনো শুধু এইটুকুই চাওয়া।
আর কিছু নয়। আর কিছু নয়।