আশ্রম যদি করতেই চাও তবে কোলাহলে নয়।
আশ্রম হবে অজ পাড়া গায়ে,
প্রকৃতির মাঝে, জলে আর কাদায়।
যেখানে মেশিনের হর্ন বাজে না,
ধুলো ওড়ে না চাকায় চাকায়।
যেখানে দূষণের জাল কেটে রোদ ওঠে না,
সকাল পায় না ভয়।

যেখানে পাখিদের কলকাকুলি বাতাসের শান্তি ভঙ্গ করে।
যেখানে ঘাসের শিশির নখের ডগার কাঠিন্য শিথিল করে।
যেখানে দিগন্ত খুঁজতে চোখ পেয়ে যায় ইমারতের বাঁক।
যেখানে আমার মন্দ টুকু গালমন্দ খাওয়ার পাবে নাকো ফাঁক।

আদরের শাসনে যেথায় হতে হবে না বাতিব্যস্ত,
যেখানে পায়ে পায়ে নিয়ম বেঁধে প্রাণ হয় না ওষ্ঠাগত।

সেখানে না হয় একটু হলো বা বেনিয়ম,
যত্ন হোক না একটু কম।
সেখানে ডাক্তারের দেখা বা না পেলাম
আর ওষুধ নাই বা খেলাম।
শয্যাশায়ী আয়ু নাইবা হলো দীর্ঘায়িত ভাই।
গুটি কয়েক দিন বাঁচতে যাবো, অমর হতে নয়।