হয়তো আমরা কেউ ভালো নই,
শুধু ভালো হওয়ার ভান করে যাই।

আমার সাজানো ভালোগুলো         তোমার দীর্ঘশ্বাসে পথ হারায়,
তোমার ধরানো ভুলের তোড়ায়          আমি যুক্তির কথা সাজাই।

স্মৃতি সতত      সুখের মলিন হাওয়া       দিয়ে যায় সান্তনার,  
কি ছিল ত্রুটি,     এছাড়া আমার          কিই বা ছিল করার।

কোনও এক দুর্বল মুহূর্তে,          কোনোও এক বিবেচক চরিত্র স্বরূপ,
" এই বুঝি তোমার সেরা ? " -     বলে         করে যায় বিদ্রুপ।
তুমি পারতে না ? হতে মানবিক,              আরেকটু করে চুপ।

আমি থেকে তুমি হয়ে,        
শুধুই তোমার মতন করে  

পারতে না কি ভাবতে?

পারতে না কি মেনে নিতে,
পারতে না কি হারতে?

তর্করা সব             কথায় হারায়               চরিত্রদের ভিড়ে,
কেউ বোঝে না           কেউ বোঝেনির             মনের বন্দরে
অভিমানের বেদনা বাজায়                  করুন বাঁশির সুরে।

হয়তো আমার                       কোনো ভুল নেই,
যত দায় তাই                 তোমাকে দিয়ে যাই,
হয়তো আমরা                    কেউ ভালো নেই,
শুধু                 ভালো থাকার ভান করে যাই।

@রাজু