নীল নেপালি
লাল ভূপালি
সবুজ ভুতুম
হলুদ হুতুম ।

চালটি দিয়ে
গুটি নিয়ে
চরকি ঘুরে
উঠবে ঘরে।

ঘোরার পথে
সবার সাথে
দেখা হবে
পিছু নেবে।

দাঁড়িয়ে থেকো
নজর রেখো
সংখ্যা কত
লাগবে যত
যেই না পাওয়া
কেটে দেওয়া।

নতুন দানে
ঘরের পানে
চারটে গুটি
ছেড়ে খুঁটি

ছক্কা পুটে
চলবে ছুটে।।