সিনেমায় দেখা হঠাৎ কোনও আবেগঘন মুহূর্তে
বা কারো বেদনায় পূর্ত হতে হতে,
কতবার মনে হয়ছে আর তো সময় বেশি নেই,
তবে আরেকটু থাকি কাছাকাছি আরেকটু নাটুকে হয়ে বলে দিই,
আর একবার গিয়ে বলে আসি
তোমায় অনেক ভালোবাসি।।

কিন্তু বলা হয়ে ওঠেনি কখনো
মুখ ফুটে,
যারা কাছে থাকে আশেপাশে শত প্রয়োজনে
তাদের বলা হয়ে ওঠেনা।
ভালোবাসা ঘোমটা-পরা লাজে রাঙ্গা নববধূ যেনো,
পায়ের আঙ্গুল কুঁকড়ে থাকে দাঁড়িয়ে  কিছুতেই দেখা দেবে না।
আর রাগ খ্যাপা ষাঁড়ের মতো সিং উঁচিয়ে তেড়ে আসে,
ছিঁড়ে ফুঁড়ে সবাইকে রক্তাক্ত- আহত না করলে তার শান্তি নাই কোনো।

তাই রাগটাই দিয়েছি বারবার ভালোবাসা রয়ে গেছে মনে গোপনে।
আজ যখন আর কোনও ভাবে জানাবার উপায় নেই,
ভালোবাসার ভারে নুইয়ে পড়েছে হৃদয়
স্নেহ ঝরে পড়ে যায় অকারনে।

এমনিভাবে বরাবর প্রতিবার হয় ।
আর আমার কাছে থাকে না সময় ,
আর একটু পাশে বসার, আর একটু কথা বলার,
আলতো করে হাতে হাত ছুঁয়ে বলে যাওয়ার
ভালোবাসি ভালোবাসি
তোমায় অনেক ভালোবাসি।।

                           ইতি রাজু।