যে টানে জীবন মিলেছিল জীবনে
যে টানে আগুন কভু লেগেছিলো ফাগুনে
আজ পোড়া ছাই হয়ে ওড়ে ধোয়া বিজনে।।
যা ছিল ভালো লাগা ছোট ছোট আচরণ
হয়েছে আজ তা পরম বিরক্তির কারন।।
সোহাগে আদরে মোড়া আবেগী সংলাপ
বিধছে সে কাটা হয়ে পাগলের প্রলাপ।।
কথা ছিলো জাল বুনে কল্পনা সাজানো
রয়ে গেছে ধুলো পড়া স্মৃতি হয়ে বাঁধানো।।
গল্পটা নিজেদের মতো গিয়ে সাজাতে
হয়তো বা একে অন্যকে চেয়ে পাল্টাতে
ভুলে গেছি ভুল গুলো আপন করে নিতে।।