আয় একবার না হয় পুরনো পাগলামী করি
ভালো টুকু নষ্ট করে আর একটু নষ্টামি করি।
আর একবার ফিরে গিয়ে বুড়ো কৃষ্ণচুড়ার তলে
তোর ঠোঁটে খেয়ে আলতো চুমু তোকে কোলে তুলি।
হয়ে ঘর পোড়া ভবঘুরে কোনো বেসুরো বাঁশির সুরে
আর একবার না হয় চেনা সবকিছু ছেড়েছুড়ে
তোর গলি তোর পাড়ায় ঘুরে ঘুরে মরি,
আয় আর একবার না হয় পাগলামী করি।।
আধভেজা সেই দিন যা শুধু রাতের সমান
আদুরে বুক চিরে তার, খুঁজি তোর ফরমান,
আয় আর একটু বেসে ভালো বুঝি হই বেসামাল
নীতি রীতি টলে গিয়ে আমি হই টলমল।
তার পর কোনো রাতে তুই হলে আগুয়ান,
আমি ঝরা পাতা হয়ে করি শুধু তোর আহ্বান
আয় আর একটু ভুল করে লুঠি তোর সম্মান।
আয় আর একবার না হয় তোর আসামি হলাম
বাকি সব রস ভুলে গিয়ে বে রসে মজলাম।
আয় আর একবার না হয় শেষ যাত্রা করি,
নির্বাণের পথ ঘুরে উল্টো রাস্তা ধরি
আয় আর একবার না হয় শুধু পাগলামী করি।।
@রাজু