রং লেখা হোলো আর রাগ লেখা হোলো
হিংসার ফোঁটা গুলে লোভ লেখা হোলো,
ভয় দিয়ে চাপা দেওয়া শোক লেখা হলে
হয়তো বা বিভেদের বীজ পোতা গেলে,
প্রেম তবু উঁকি দেয় আপন খেয়ালে
ভালোবাসা লেখা হোক দেয়ালে দেয়ালে।।

আচার বিচার আর আড়ম্বর হোলো
উঁচু-নিচুর দেয়াল তুলে ভক্তি ভাগ হোলো,
পুজোর ঢঙে সাজ দেখানো ধর্ম বেচা হলে
যম নিয়মের হাড়ি কাঠে মুক্তি বলি হলে,
আয় মা তোর বোধন হোক ভোগ সাগরের কূলে
ছয় অসুরের বিনাশ হোক ভালোবাসার ঢালে।।

জমা ক্ষোভ ডুবে যাক, ক্ষমা হোক দান
ভালোবাসা শুষে নিক মিছে যত মান,
আমি আমি দিয়ে গড়া মিনার মহান
তোমার প্রকাশ হোক, করে সবারে সমান,
দলাদলির ভাগফল প্রেম চৈতন্যে ডুবিয়ে
ভালোবাসা পড়ে থাক ভাগশেষ হয়ে।।

ভাবনার ভুলে আর কাজের বিচারে
ভালোবাসা গেঁথে দিলে সুর একতারে
আপনারে খুজে পাই সবার মাঝারে,
রাগ অভিমান মুছে স্নেহ ভর করে
প্রতি প্রাণ ভালোবাসা খুঁজুক তোমারে
ভালোবাসা বিলি হোক অন্তরে অন্তরে।।