তোমার খোলা দিগন্ত আর একমুঠো আকাশ,
বাকি সবটুকু নীল আমি নিলাম।
সাদা মেঘের ফাঁকে যখন তোমার
ডানায় উত্তাল বাতাস,
আমি কালো ছায়ায় আকাশ ঢেকে বৃষ্টি নামালাম।
উড়তে উড়তে ক্লান্ত হয়ে তুমি ঘরে ফিরলে,
আমি ঘাস কেঁটে ধূলো ঝেড়ে
বাগান সাজালাম।
চারটে শালিক ঝগড়া করে তোমার কাছে নালিশ জানাল,
আমি ঘুড়ির সুতো কেঁটে উড়িয়ে দিলাম।
বিসর্জনে তুমি যখন সিঁদুর খেলে লাল হলে,
তোমাকে আর চেনা গেল না।
ঘাটের শেষে ভাঙ্গা প্রতিমা কোলে নিয়ে আমি ডুবে গেলাম।।