পাঁজর ভাঙ্গা বুটের লাথি কামান ছোড়া জল
তোমার সাজার সাধ্য কত ভাঙবে আমার বল।

পুলিশ তোমার পোশাক ছেড়ে উঁকি দিয়ে দেখো
আমার ভিড়ে তোমায় তুমি দেখতে পেলে নাকো?

আজকে যখন তোমার বুলেট আমার খূলি ছুলো
আমার প্রতিবাদের ভাষায় তোমার দাবিই ছিলো।

আমার দলে তুমিও ছিলে হাজার বছর ধরে
আমায় তুমি অমর করো বারে বারে মেরে।

হয়ত         আমি যদি তুমি হতাম একই গল্প হতো
তোমার     আগুন জলা বুকের ছাইয়ে পুড়তো আমার হাতও।

খেলার ছলে হাত বদলে পুতুল নাচায় যারা
আমার তোমার দ্বন্দ্ব বেঁচে তাদের শাসন গড়া।

আসলে   আমি আমরা তুমি তোমরা ভিন্ন কিছু নই            
        পথের দাবির সাথে মোরা পথেই পড়ে রই।।

@ রাজু