আমার ভাবনা গুলো উড়তে থাকে এলোমেলো,
সাজিয়ে নিয়ে বেচব বলে বসছি যে আবার।
অনেক হলো খোলা মনে বলতে থাকা অগোছালো,
ভাবছি এবার থাকবো ভালো কাছেতে সবার।
এমনি তে মন শান্ত থাকে, ইচ্ছেগুলো লুকিয়ে রাখে,
ঝুড়ির বেড়াল বসলে কোলে, পাছে লোকে কিছু বলে।
চায়না ভুলেও ধরা দিতে মিষ্টি কোনো কথার ফাঁকে,
চোখ রাঙানি অভিমানী কুকড়ে থাকে নিজের বাঁকে,
লুকিয়ে রাখে চাবিটাকে গোপন ঘরে, মনে না পড়ার।
কিন্তু কোনো রাতের শেষে প্রিয় বন্ধুর ছদ্মবেশে,
বন্ধ দ্বারের আগল ঠেলে গোছানো তাক ভেঙ্গে ফেলে।
ইচ্ছেগুলো নেড়েচেড়ে বৃষ্টি করে আনলো পেড়ে,
কথা হলো আগল ছাড়া বল্গাহারা পাগলা ঘোড়া,
হারিয়ে যেতে চাইছে দেশে খুঁজে না পাওয়ার।
স্বাদ গন্ধ মাখা হলে নোটে গাছটি মুড়িয়ে গেলো,
ভাষারা সব বাচাল হয়ে চালের খোঁজে ঘুরে মোলো।
আগল খোলা শূন্য বুকে পোড়া বাতাস এলোমেলো,
হিসেব টুকু বুঝে নিয়ে হাত টি নেড়ে বিদায় নিল,
জট পাকানো চিন্তা নিয়ে সাথী আমি আমার
হলো না আর থাকা ভালো কাছেতে সবার।