এইতো বেশ ভাবছি বসে
নিজের মত হিসেব কষে
চব্য চোষ্য লেহ্য চেখে
কাটছে জীবন দিব্যি সুখে।
মাঝে মাঝে সঙ এর সাজে
আসছি ঘুরে দু চোখ বুজে
দুহাত তুলে খেলার ছলে
সো উল্লাসে উঠছি দুলে।।
ইচ্ছে ছিল ডানায় ওড়া
একবগ্লা দস্যি ঘোড়া
পাড় না পেয়ে তেপান্তরে
মরণ কুপে ঘুরে মরে ।।
রোদের আলো হলে ফিকে
চোখ ঘুরিয়ে ভিতর দিকে
চমকে উঠে তাকিয়ে দেখি
বেলা শেষের ঘন্টা বাকি।।
ধরা পড়ে কালের ফাঁদে
অবাক জীবন ঢুকরে কাঁদে
ছদ্ম আমার স্বাধীনতা
সুখ ভাবনার অসারতা।।
দিনের শেষে কাঠ কুড়িয়ে
পোড়া পাতার ছাই উড়িয়ে
পাড়ের কড়ি শূন্য করে
পতিত খামার রইল পড়ে।।