আর একটু করে দিন এসে আমার জ্যোৎস্না খেয়ে যায়,
সন্ধ্যাতারা ঊষা লাজের আলোতে হারায়
আর একটু করে দিন এসে আমার কর্ম খুঁটে খায়।

রাগের আগুন ফাগুন চোখে পিছলে যাওয়ার স্বপ্ন তোলে
আদর মামা আলতো ছুয়ে ভালোবাসার টিপ সাজিয়ে যায়।
তবু নতুন দিনের অলীক আশায় তিমিরবরণ তরী ভাসায়
আমার মাঝির ভাটিয়ালি গাঙ্গের জলে ভেসে চলে
আর একটু করে দিন এসে আমার মোহ নিয়ে যায়।

চরকি টেনে মরণ ঘুরে লোভ লালসার উদোমপুরে
বাসনার বসত ঘরে কামনা তার শয্যা পাড়ে
ইদুর ছুটের পাল্লা ভারী উঁচু হয়ে নীচু ঘোরে
আর আয়না ধরা চরিত্ররা একে একে যায় যে সরে।
তখন মন্দ গুলো ধন্দ খুঁজে দিনের টানে সাহস আনে
ভয়ের তকমা পিঠের খাঁজে ঢুকরে কেঁদে যায়।
আর একটু করে দিন এসে তার কোলাহলের পিঠে চড়ে
আমার গড়া প্রাসাদ ভেঙ্গে শান্তি নিয়ে যায়।।

@রাজু