আজ আর নেই কোনো বিরোধ
নেই দায় হওয়ার প্রতিবাদে সরব,
বিপ্লব আনা নেই উল্টো পথে হাঁটার
ভার নেই আর কিছু প্রমাণ করার।।
ধুলো আমি বাতাসে ওড়া ভাষা
শুকনো ডালে মাটি ঘেরা লাল পিপড়ের বাসা,
নাম গন্ধ হীন বুনো ফুল কোনো
নদীর বেগে আকার হারা জলবিন্দু যেন।।
তবু যদি ভুল করে দাও ভালোবাসা
দান ধরো মনে নিয়ে একবুক আশা,
নতজানু করে দেব ধরে নক্ষত্রের ঘাড়
করজোড়ে ক্ষমা চেয়ে নেবে হিংস্র আঁচড়।।
তবু যদি একা ভরো শূন্য গ্যালারি
জিতে এনে দেবো আমি মেঘেদের সারি
বস্তু জীবন তো নশ্বর মাত্র
জয় করে এনে দেবো সাধনার পাত্র।।
তারপর চাওয়া সব হলে অবসান
ডিঙ্গি নিয়ে পাড়ি দেবো সাগর মহান
বীজ হয়ে আবার মাটিতে মিলাবো
অঙ্কুরের ভাবনায় চিরতন্দ্রা পাবো।।
@রাজু