সব গেল কই,কই
চুপচাপ হৈচৈ
খালি পরে জাল-ঘর
পাখিরা যাযাবর
খানাপিনা ঠিকঠাক
বিশ্রাম টুকটাক
খালি শুধু টিকে না
কোনখানে রয় না
সাঝ-ভোরে ডেকে ডেকে
শূন্যে কি যে কয়
চোখ যদি ভরে ঘুমে
ঠ্যাং তুলে শুয়ে রয়
কেউ তারে শুনলো কি
তা ভাবার নাই সময়
জোছনার সাদা রঙে
সব ভুলে গান কয়
না হিসাব,না কিতাব
না বোঝে সে অপচয়
কি সওয়াল,কি জবাব
নাহি কিছু পীড়া দেয়
কোন পাতে,কোন জাত
তার থেকে দূরে রয়
শরবতে মিঠা ঢালে
হোক চিনি,হোক গুড়
তাই বলে নুন মেখে
খায় না সে আঙ্গুর