স্বরূপে অপরিচিত তুমি,এ কেমন গোলকধাঁধা!
মুক্তি,মুক্তি স্লোগানে তুমি!
তোমার গৃহ-ই বন্দিশালা।
কোন জমিদারের,কোন পেয়াদায় শিকল পরালো পায়?
লস্করের ঐ খঞ্জর আঘাত পুষিতেছ স্বীয় গায়!
বুঝি গতরের জোর দমিয়া গিয়াছে,ওষ্ঠাগত প্রাণ
ভুলিয়া যাপন করিতেছ জীবন,কিসে মান-অপমান!
টুটা সীসাটায় চেয়ে দেখো ফের ধরে জোরা আছে মাথা,
মহাকাশ ফাঁড়ি নাই বা উঠিলে যেন নুয়ে না যায়
কোথা'।