কবিতারা মারা যাচ্ছে,
শব্দরা অগোছালো পরে আছে ধূলিজমা মেঝের উপর।
বৃষ্টির ছঁটা এসে,
সে প্রতিবারের ধ্বংস স্তূপের সাথে,
তাদের একটু ছুঁয়ে যায়।
সেই ট্রয়,ব্যাবিলন আরো কত সভ্যতার ধ্বংস স্তূপ!
তাদের শিকড় গজিয়ে উঠেছে।
নিবিড় শিকর যেন!
তাইতো প্রকৃতি আজও গান করে,
কিন্তু গান শব্দে সাজে না।
কচিৎ কেউ কাব্য হাতে নিয়ে,
কফির মগে চুমুক দিতে চায় অবসরে।
শুভ্র নীলাম্বরে দৃষ্টিপাত করে।
গোধূলির রঙ মাখানিতে কি রহস্য;
আঁধার ঘনাবার আগে!
অর্ধেক পৃথিবী আজ বর্ণহীন।
চারুকলার শিল্পীর চোখে আর্তনাদ,
তার ক্যানভাসের রঙ কি শব্দ পাবে!
আবারো পৃথিবী ধ্বংস দেখবে,
আবারো বৃষ্টি হবে।
যতবার তোমরা জীবিত কবির জানাযায় মেতে রবে।