একখানা জন্তু শুয়ে আছে দুয়ারে
আঘাত নাহি করে কামড়ে বা ধমকে,
বিশ্রী অবয়ব সবে দেখে চমকে,
চোখে চোখ মিলালে,
গজায় শিং কপালে!
হাঁসে যদি একবার,
কারো দিকে তাকিয়ে,
খিদে পায় বারবার রাত্রি কি প্রহরে!
এ বেলায় সবে মিলে একজোট হলো,
মেরে ধরে জন্তুটারে,বিপদে উদ্ধার করো।
সবাইতো নির্ঘুম,আড়ালে দাঁড়িয়ে
ঘুম পেলে জন্তুর,অভিযান চালাবে
আগেভাগে চোখ দু'টো বাঁধতে হবে বেশ
কবরে মাটি চেপে অন্ত্যেষ্টির গ্লানি শেষ
রাত্রি নিবিড় হলো,জন্তু ঘুমিয়ে গেলো
বদলারা খেটেখুটে বড়ই শ্রান্ত
পট্টি বেঁধে ফেলে, লাঠি-ছটা, বাঁশ ঠেলে
কবরে হিঁচড়ে ফেলে,খুব বাঁচা গেলো
হঠাৎ কপালে সবার,শিঙ গজালো আবার
একে আরেকের পানে চেয়ে হয়রান
ভালো করে চেয়ে দেখে
লেজ মাটির উপরেতে
চোখ খোলা সেখানেতে আরো সাত খান