এ এক যাযাবর সময়
এ এক অসংগতির দিন
গাছে গাছে পলাশ আগুন জ্বলে
ঘরে নাই চেরাগ আলাদিন
সুহাসিনীর বোবা অট্ট হাঁসি
বাতাসে বসন্তেরই ডাক
তোমাদের ডঙ্কা,বাদ্য তানে
দখিনের জানালা বন্ধ থাক
কোকিলের সুরে হেলিয়া দুলিয়া
সবাই আনন্দে একাকার
আর জমতে থাকা বর্জ্যের স্তূপে
কাকেদের ডানা ভার
বসন্ত তোমার আগমনী গানে
না না কোন আক্রোশ নাই
তোমার গতকাল আজ ফসিল কেন
খোঁজ খানি তার জানাই
তুমি প্রতিবারই আসো সকলের ভিড়ে
চেতনার রঙে রাঙাতে
তোমার মৃত দেহের বুকে পা ফেলিয়া এরা
শিখেছে তোমারে সাজাতে
আমার রন্ধ্রে রন্ধ্রে ফাগুন
তাই গীত মালা রচে যাই
দোয়াতের ফুরায় নিকো শ্রাবণ
কাগজের যৌবনও মিটে নাই