আমার কথা কি মনে পরে তোমাদের
আমরা একই প্রতিজ্ঞায় যাত্রা করেছিলাম ধুলোর শরীরে করে
হেঁসেছি,কেঁদেছি বেলা গুনেছি মিলেমিশে কোলাহলে
খেলায় খেলায় ধুলোতে মিশিয়া
গলে গলে কোলাকুলি
তখন না কেউ ছিঃ কহিয়া
যাইতো না দূরে ঠেলি
মা বকিলো কি বাপে মারিলো
পরোয়া না হইতো তার
কাল কি করিবো তাই ভাবিয়া
রাত্রি হইতো পার
মনে হইতো যেন চান-সুরুযের
আলোখানি বুঝি সবার
এমনি করিয়া চলিতে চলিতে
পথ না রইলো এক
রইলাম আমি পরে ধুলোর শরীরে
পৃথিবীর এ রূপ আরেক
তোমদের পথে কতশত খেলায়
রইয়াছো মজে বেশ
আমিও যে ছিলাম তোমাদেরই সাথে
আছে কি প্রাণে তার রেশ
সফরে আমি সকলেরে চাই
না চায় কেহ যে মোরে
নেয়ে ধেয়ে যত সামনে দাঁড়াই
যাও তবু দূরে সরে
তোমরা নাইলে পাঁক সাফ হও
ঝকঝকে বেশ বেশ
আমি নাইলেও ধূলাতে ফের
জন্মায় জাত ভেদ
না টানো কেউ মসজিদে মোরে
না গির্জায়, মন্দিরে
ভিখ যদি মাগি দম্ভ দেখাও
বিরক্তির ঐ ছলে
হায় হায় মোর প্রতিজ্ঞাখানা
শেষ হয় নিকো তাই
না হইলে তোমা' পথের ধুলো
মাখিতাম না মম গায়