আর বলবো না তোকে মিস করি
আর বলবো না তোকে ভালোবাসি
কাছে যতটা এসেছি
জানবি তার থেকে বেশি দূরে যেতে পারি
ভুল প্রেমে কেটে গেলো কত বসন্ত
যাক না কেটে সহস্র শতাব্দী তোকে ছাড়া
না বলা অনেক কথা নাই বা বলা হলো
লিখবো না হয় কবিতার খাতায়
কষ্ট গুলো একদিন না হয় নষ্ট হবে
রয়ে যাবে না হয় তোর প্রতিচ্ছবি
জং ধরা আয়নার ধুলোতে ধুলোতে
এক বিন্দু চোখের জল সেই ধুলোতে পড়তেই
না হয় আবার হারিয়ে জাবি আমার থেকে
থাক না ঘিরে আমার সব নীরবতা
চৈত্রের খরায় শুকিয়ে যাক সব অনুভূতি
ধূসর বর্ণের পাহাড় গড়ে উঠুক হৃদয়ে
কেউ না বুঝক আমার মনের বিষাদ
এক জীবন কাটিয়ে দেব তোর প্রতীক্ষায়