কিছু দেখলে তোমরা ?
স্বাধীনতা কি ভাবে আনতে হয় ?
দেখতে থাকো
আর ভাবতে থাকো তোমাদের
পরাধীনতা।
অনেকে বলে মেঘের আড়ালে সূর্য হাসে
কিন্তু তোমরা দেখতে পাওনা
সূর্য ঢেকেও মেঘ আসে।
স্বাধীনতার আন্দোলন করো,
স্বাধীনতা কে না চায়।
কিন্তু সূর্য ঢেকে মেঘ কে বোলো না
আয় আমার বাড়ি আয়।
বোঝোই  যখন জন্মভূমির অনুভূতি
সাম্য মৈত্রী একতা ই দিতে পারে
জন্মভূমির প্রগতি।
স্বাধীনতার আঁতুড়ঘর ভাসে যখন রক্তে
আগুনের মশালে ধ্বংস লীলায়
কেমন সূর্য দেখো তোমরা ?
মেঘের তাণ্ডবে এ ধ্বংস খেলায়।