নীরবতা সম্মতির প্রকাশ,
নাকি প্রত্যাখ্যান ?
আমার বোধ শক্তির বাইরে।
তবে আমি আমার ইচ্ছে জানিয়েছি
রূপান্তর ঘটানোর অধিকার তোমার
বসন্ত আমি কখনো দেখিনি
শীতের শৈত প্রবাহ নির্বিকারে
সহ্য করেছি বস্ত্র হীন শরীরে
গ্রীষ্মের প্রখর উত্তাপকে
সহ্য করে হয়ে উঠেছি লৌহ মানব
বর্ষার অঝোর ধারা বর্ষণে
ঢেকেছি আমি আমার অশ্রুজল
তবুও বসন্ত দেখার ইচ্ছে
আমার মেটেনি অন্তরের গভীরে
শুধু বসন্ত কি ! বা কি তার প্রকাশ,
আমার জানা নেই দৈনন্দিন বিচরণে।
তা শুধু তুমিই দিতে পারো
তাই দেরি করিনি তোমার কাছে চাইতে।
আমি জানি এ আমার নিছক নির্লজ্জতা
বলতে পারো কিছুটা হেংলামি
বা বলতে পারো পাগলামি, এক অপূর্ণতা।
তবুও স্বপ্ন আসে মনে
ইচ্ছে হয় বসন্ত দেখতে
তাই দ্বিধা দন্ধ ছাড়াই আমার এ আত্মপ্রকাশ।
শুধু জানিয়ে দিও,
নীরবতা তোমার সম্মতি, নাকি প্রত্যাখ্যান।