করিয়া নিজেরে  সমর্পণ
হইয়া কলঙ্কিত  রাধা
নীরবে চাহিয়া থাকা শ্যামে
সজল কাজল আঁখি ঝরে।
প্রেমরস পান করে
শ্যামের বাঁশি শ্রবনে
তব কত রূপ ধরে কাননে
কত সুখ তোমারে হেরিয়া।
গভীর বিরহ ঘনায় ভুবন মাঝে
আপন নয়নে তব ছবি শ্যাম,
রহিব বিরহে তব বেণু শ্রবণে
রুক্মিনীরে রাখিও সুখে।
হে রাধে !
শ্যামের বিরহ কেই বা জানে
তব চোখে চাহিয়া নীরবে দাঁড়ায়ে
নীরব ক্রন্দনে বেদনা বন্ধনে
রচিয়াছি বিচিত্র প্রেম নাহি শুধু ভাগ্যে