অভিনয় এর ভিড় এড়িয়ে যখন
একটু একলা চলতে শিখে যাই
তখন আবার ফিরে আসে নতুন চলচ্চিত্র
একটা জীবনে অনেক ভালো মুহূর্ত থাকে
সেগুলো নাড়া দিয়ে জড়িয়ে ন্যায় নতুনে
ফিকে হয়ে যাওয়া রঙ গুলয় পুনরায়
জন্ম ন্যায় রঙ বেরঙের মাশরুম
খারাপ মুহূর্ত গুলো মুছে যায় সহজেই
শুধু শিক্ষা দিয়ে যায় আলো খুঁজে পেতে
জীবনের দীর্ঘ সময় শুধু রঙ্গ মঞ্চেই কাটলো
শিখেছি তো অনেক কিছুই তবে এবার কি ?
সত্যি কি একলা চলতে পারবো ?
সব কিছুই তো আছে তবে কিসের অবসাদ?
তবে আবার কেন দেখছি রঙিন ফানুস
একদিন অনেক অভিমানে ছিঁড়ে ফেলবো
আমার কবিতার খাতা গুলো আর লিখবো না
কি হবে ? জীবনের সব অভিনয় লিখে
সত্যি কি পারবো ? সব ছিঁড়ে ফেলতে।
তবে কি করে জানাবো আমার মনের কথা ?
এক একটা অভিনয় পুতুল নাচে নেচেছি
সংসারের অভিনয়, সম্পর্কের অভিনয় ,
আমি ছিলাম শুধু সুতোয় বাঁধা কাঠ পুতুল
অভিনয়ের রেশম সুতোয় জড়িয়ে থেকে,
গুটিপোকা হয়ে বাঁচতে চাই না আর
না আর নয় এবার প্রজাপতি হতে চাই
একলা পথ চলবো রঙিন প্রজাপতি হয়ে