কেউ কেউ সম্পর্কের মূল্য বোঝে না
কেউ কেউ জন্মায় শুধু দেবার জন্যই
কেউ বা গড়ে তোলে একটি অমানুষ কে মানুষ
কেহ বা নিজ সন্তান কে অবহেলিত করে
গড়ে তোলে নিজের কৃষ্ট স্বভিমানের জগৎ
কামনা বাসনা তাদের ঘিরে থাকে অন্তিমে
সম্পর্কের মূল্য না বোঝা মানুষ গুলো
দিবা রাত্রি ছুটে বেড়ায় রূপের লালসায়
স্বার্থের মোহে অন্ধ কখনোই থাকে না সংসারে
বাঁকা চোখে তাকাতে তাকাতে চলে যায়
অগোছালো জীবনের বক্র দুনিয়াতে
ভালোবাসা খুঁজে বেড়ায় শুধু নিজ আয়নায়
বক্রতার দৃষ্টিতে দেখতে থাকে সকল সম্পর্ক
কারোর বোন বা বন্ধু ও তাদের কাছে মনে হয়
তাদের ই চিন্তায় আবদ্ধ সম্পর্কের প্রতিচ্ছবি
কেউ কেউ সম্পর্কের মূল্য বোঝে না
যে মানুষ টা নিজেকে সাজাতে ব্যস্ত থাকে
সে খুঁজে পায় না তার থেকে উৎপন্ন বীজের সন্ধান
নির্বাক হয়ে দেখতে থাকা পাশের মানুষ গুলো
স্বার্থের ঘুঁণেপোকা থেকে বাঁচতে চায় বার বার
অন্তিমে শুরু হয় বেঁচে থাকার অস্তিত্বের লড়াই
আকষ্মিক দমকা হাওয়ায় শেষ হয় সব সম্পর্ক