নাই বা হলো দেখা নাই বা থাকলো একটু ছোঁয়া
যেখানে মন চায়, ভালোবাসতে কি, তোকে লাগবে?
বৃষ্টিতে শরীর ভিজিয়ে তোর অনুভূতি পেতে পারি
মেঘের আড়ালে মুখ গুঁজে পেতে পারি তোর উষ্ণতা
পারি রাতের অরণ্যে জোনাকির আলোতে শয্যা বিছাতে
ভালোবাসতে প্রয়োজন হয় না কোনো কিছুর
একটু বিষণ্ণতার মাঝে তোর অনুভূতি টুকই যথেষ্ট
আবার খুব চেয়ে তোকে না পাওয়ার যন্ত্রণার সুখ
সে সুখের অনুভূতি রক্ত কণায় কণায় ঘুরে বেড়ায়
প্রতিটা নিঃশ্বাসের পথে তোর হাটা চলার অনুভূতি
জানি কোনো দিন তুই বলবি না আমাকে ভালবাসিস
আমিও তোর না বলার মাঝে হারিয়ে গেছি বার বার
ভালোবাসতে হলে বুকের ভিতর যন্ত্রণা থাকা প্রয়োজন
না পাওয়ার যন্ত্রণা, না দেখার যন্ত্রণা,ভয় হারিয়ে ফেলার
গভীর অরণ্যে ঝর্ণা খুঁজে পেতে যে ইচ্ছের প্রয়োজন
নীল আকাশে সেই ইচ্ছে না থাকলে তোকে পাবো কি করে ?
শুধু কষ্ট হয় রাতের বিছানায় শত চেষ্টায় ঘুম আসে না
তুই বসে থাকিস চোখের মধ্যে, চোখ বন্ধ করতে পারি না
চলে যা না, আমার চোখ থেকে, শুধু থেকে যা আমার যন্ত্রণায়
এক বুক পাথর নিয়ে জড়িয়ে থাকবো জ্যোৎস্না রাতে
সভ্যতার একটি নাম হীন স্তম্ভ বানিয়ে রাখবো তোকে
যখন বাতাস দিয়ে যাবে তোর গন্ধ সেই স্তম্ভের গায়ে
আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গায় মেখে নেবো তোর সব টুক
চেষ্টা করে দেখ পারবি না ফিরিয়ে দিতে তোর থেকে
কি ভাবছিস ? ভালোবাসতে তোকে প্রয়োজন? প্রয়োজন নেই।