ফুড পার্কের ডাক মাংস
সঙ্গে পরোটা
ফিস পকোড়া মেঘ গর্জন
বৃষ্টির ঝাপটা
মুহূর্তের সাক্ষী এক দুটি নয়
দীর্ঘ সময় দীর্ঘ অপেক্ষা
জড়িয়ে বুকে একটু আদরে
নিশ্চুপে একটু আতঙ্কে  
জলের মাঝে বাঁশের সাঁকো
অনুভূতিতে পাশে দাঁড়িয়ে
ভোলা দা প্লেট সাজিয়ে
ডাকের মাংস সঙ্গে স্যালাড
কেমন হয়েছে খেয়ে জানিও।
চেনা অচেনা কেউ ছিল না
শুধু ছিলাম দুজন
সুখে আনন্দে খাওয়া দাওয়ায়
ছিলো না কোনো কুজন।
হারিয়ে গেলো হঠাৎ সব
ভালো  লাগা যা কিছু ছিল
ঝড়ের হাওয়ায় নিয়ে এলো
যেথায় যত মানুষ ছিল
হয়তো তার খুব প্রয়োজন ছিল।