পাহাড় আমায় ডাকছে
বলছে চলে এসো
তোমার পায়রা নিয়ে
মেঘের দল বলছে যেও না
এখন আমাদের রাজত্ব
তোমায় জায়গা দেবো না
বারান্দায় ঠাণ্ডা গ্রীলে
গাল ছুঁইয়ে দাঁড়িয়ে আছি
বন্দি ঘরের কোনায় কানায়
অসহ্য অন্ধকার হাসছে
দু বেলার তীব্র প্রতীক্ষা
নীল আকাশ উঁকি দিচ্ছে না
কালো মেঘের দল
মুচকি হেসে হাত নাড়ছে
মাঝে মাঝেই ধুয়ে দিচ্ছে
বারান্দার গ্রীল গুলো।
মনে মনে জানিয়ে দিয়েছি
পাহাড় আমি আসবো
নীল আকাশ দেখা দিলেই