ওগো নদী তুমি বয়ে চলো,
তোমারই মতো শান্ত নয়নে।
যদি ধরা দাও দিওগো পরশ
কূলে থাকিব যখন দাঁড়ায়ে।
তোমারই ধ্বনিতে দুঃখিত পরাণ
খুলিবে হৃদয়ের বন্ধ দ্বার।
আকাশ ভরা তারারাও দিবে সাথ
অন্ধকার আসিলে ঘনায়ে।
চাঁদের আলোয় মুখরিত হইবে
তোমার মলিনতা মুছায়ে।
দিও না গো বাঁধা দর্শনে তব,
বসিয়া থাকিব তোমা তটে।
নীরব মনের ব্যাথিত স্বপন
খুলিয়া বলিব তোমারে যখন।
অল্প প্লাবনে যদি ছুঁইয়া দাও,
রাখিব নয়নে পরাণে জড়ায়ে।