একজন আসে আর একজন যায়
যে অপেক্ষা করে সেই জানে
সে আজো বসে আছে কার অপেক্ষায়।
যে এসে ছিলো, যে যায় নি সেই জানে
যার কাছে এসেছিলো সে তারই অপেক্ষায়।
শুধু সময় বলবে কে আজো যায় নি
ভাবছো কেন অনেক দিন দেখা হয় নি ?
রোজ সকালে বিকালে এই তো সেদিন
দেখলাম তুমি দাঁড়িয়ে আছো বারান্দায়।
কেন ? কিছুদিন আগে দেখলাম যে
হলুদ শাড়ীতে বসে আছো ট্রেনের কামরায়
চলে গিয়েছিলে বলে তুমি দেখো নি আমায় ।
আমি যাই নি, তাই সেদিন ও  ঘুরে এলাম
তোমার সাথে এক নৌকায় প্রিন্সেপের গঙ্গায়।
সেদিন দুপুরে , দৌড়ে এসে উঠলাম ট্রামে
পিছন ফিরে  দেখি জানালায়  মাথা দিয়ে
তুমি বসে আছো ঠিক আমার বামে।
চলে যাওয়া সেই তুমি চিনতে পারনি আমাকে
আমি তো যাই নি তাই দেখি সবার মাঝখানে।
একজন আসে আর একজন যায়
যে অপেক্ষা করে সেই জানে
সে আজো বসে আছে কার অপেক্ষায়।