ভুল কুড়িয়ে ঘরে ফিরি লজ্জায়
মুখ লুকানোর জায়গা নেই
ভাঙা আয়নার টুকরো গুলোয়
অনেক ভুলের প্রতিচ্ছবি
আর কত ভুলে কাটাবো এ জীবন ?
ব্যভিচারী না হয়েও ভুলের খাতায়
অসংখ্য ধুলোর মাঝে শুয়ে আছি
রোদে পোড়া ঝলসানো মনটা
একটু বৃষ্টির আশায় নুড়ি কুড়ায়
গায় আরো জমতে থাকে ভুলের ধুলো
ক্ষমা চাইবার ও মানুষ পাই না
ভুলের অংকে সব বিয়োগ হয়েছে
এখন একা মনে কাটা কুটি খেলছি
চুন খসা দেওয়ালে দাগ ও পড়েনা
অসহ্য চাপা হৃদয় যন্ত্রনায় রক্ত ঝরাই
লিখতে কি পারবো সেই রক্ত দিয়ে
ক্ষমা প্রার্থনার কঠিন যন্ত্রনা গুলো
কেই বা পড়বে সেই সব যন্ত্রনা
পশ্চিমে অস্ত যাওয়া সূর্য ফিরে আসে
নতুন প্রভাতের পূব আকাশে
ভুলে হারানো সব থেকে যায় লজ্জায়