কৃষ্ণ প্রেমে বেঁধেছি যে আমি তোকে
তুই আর পালিয়ে যেতে পারবি না
এ চোখ দুটো শুধু তোকে দেখতে চায়
কৃষ্ণ বাঁশি আমি বাজাতে জানি না
তবে যে সুরে তোকে বেঁধে ফেলেছি
ছুটে তোকে আসতেই হবে আমার কাছে
নদীর পারে ওই কদম তলায় অপেক্ষা করবো
হলুদ শাড়ি পরে আসতে তোকে হবেই
মন খোঁজে সারাক্ষণ তোর নূপুরের শব্দ
ভেবেছিস নূপুর খুলে রেখে ঠকাবি আমায় ?
আমি যেমন কৃষ্ণ বাঁশি না বাজালে ও
আমার সুরে নাচতে নাচতে চলে আসবি
আমিও খুঁজে নেবো তোর লুকিয়ে রাখা
পায়ের নূপুর জোড়া ওই কদম তলায়
মাতৃ জ্ঞানে পূজি তোকে সখী বলে মানি
অষ্ট সখী তে ভাগ করেছি তোর সৌন্দর্য
রাসের চাঁদে মিশে থাকে অষ্ট প্রতিচ্ছবি
তুই বুঝবি কবে প্রাপ্তির এই পরম মুহূর্ত ?
এ সুর আমার বন্ধ হলে খুঁজবি তুই আমায়
তুই আমার সাদা সখী আমি কৃষ্ণ কালো
তাই তো এতো উন্মাদনা নদীর বুকে চাঁদের আলো