এই সেই সুন্দর জাগা
যেখানে চোখে ঝরেছিল
অশ্রু নদীর ঝর্ণা
বুকে লেগেছিলো আগুন
ঝলসে গিয়েছিলো বুকের পাঁজর
পুড়ে ছাই হয়েছিল নিজের অস্তিত্ব
তার পর কেটে গেলো
অনেক গুলো দিন
পুড়ে যাওয়া ছাইতে
জমতে শুরু হলো
একাকীত্বের পলি আস্তরণ
বৃষ্টির জল কণায়
শীতল হলো সেই দগ্ধতা
ঝোড়ো বাতাসে শুনতে পেলাম
শেষ সেই দুটো কথা
নষ্ট হতে দিও না তোমার সৃজনশীলতা
মনে রেখেছি , ভুলিনি
বাতাসে ভেসে আসা সেই শব্দ।
ভুল তো আমি করিনি
সঞ্চয় করেছি জীবনের পুণ্যতা।
তাই সূর্য থেকে পেলাম একটি
নতুন জীবনের বীজ।
স্বর্গলোক থেকে
জন্ম নিলো নতুন অপ্সরা
এ আমার পুণ্যের ফল স্বরূপ
তাই কথা রেখেছি
নষ্ট হতে দেয় নি আমার সৃজনশীলতা