তোমার আর দোষ কি বলো
ঘূর্ণাবর্তের দাপটে যখন আমার গায় ধাক্কা খেলে
জড়িয়ে ধরেছিলাম
আমার শিখরে উঠে পৃথিবীর যে রূপ দর্শন করেছো
বহমান তরঙ্গ হতে চেয়ে ছটপট করেছো
আমি আর তোমাকে ধরে রাখতে পারি নি
আমার বুক চিরে নিম্নে ধাবমান হলে
নির্বাক দর্শকের মতো চেয়ে রইলাম
আকাশের বুক ভেদ করে একা দাঁড়িয়ে রইলাম
আর দেখলাম তোমার সমুদ্র সঙ্গম
যত ক্ষণ আমার শরীর দিয়ে বয়ে গেলে আমি ছিলাম
সতেজ সবুজ উর্বর নীরের সংগীতে সমৃদ্ধ
আজ আমি শুষ্ক এক মরুভূমি
অপেক্ষায় দিন গুণী অভিশপ্ত মহা শূন্যে
যদি কখনো মেঘ হতে পারো ফিরে  এস  
এবার আর আটকে রাখতে চেষ্টা করবো না
পারলে আমার ধাক্কায় অসীমে মিশে যেও
পরমাত্মায়  বিলীন হতে । যদি মেঘ হতে পারো