বেশ মিষ্টি সে মুখ খানি
একটু লিপস্টিক কাজলে
মন মোহিনী ভীষণ দামি
লালসা ও হাত ছানির সভ্যতায়
খুশির পরশ অবগুন্ঠনে
মিষ্টি হাসির নির্বোধ সূক্ষতায়
মুখ নয় মুখোশ খানি  
কিন্তু আমি তো জানি
একাকী হারিয়ে গিয়ে অজানায়
ধর্ষিত হওয়ার তিক্ততা বুকে
তবুও জাগে নি মানবতা হৃদয়ে
যার স্পর্শে হৃদয় জেগেছে
দেখেনি তারে মুখোশ খুলি
শহরের কোলাহলে আড্ডায়
মহত্ত্ব লাভের ঘুণ লেগেছে
আর্তনাদে গড়া সে মুখোশ
খোলার সময় এখনো হয় নি
নিভে যাচ্ছে রঙিন দিনগুলি
এক একটা মুখোশের ভিড়ে
রুদ্ধ ক্ষিতি, বেসামাল তার কাছে
আছে শুধু তার মুখোশ খানি