যুদ্ধ ঘোষণা করেছো
জীবন জয় এর জন্য।
জিততে তোমাকে হবেই
তুমি যে ভীষণ সতন্ত্র।
সত্যি কি তাই, তুমি সতন্ত্র ?
ভাব তো তবে, ভীষণ ভাবে
আমারে লোকাও কেন ?
লুকিয়ে রাখো যত্ন করে
কেউ যেন না জানে তারে
স্বাতন্ত্রতা কি ইহারেই বলে ?
যুদ্ধ জিততে শক্তি লাগে
লাগে সম্পদ হাতিয়ার
তোমার যুদ্ধ নয় সে যুদ্ধ
লাগে না কোনো হাতিয়ার
সব যুদ্ধ সমান নয় গো
লাগে না হাতিয়ার অনেক অস্ত্র।
তোমার যুদ্ধে হতে হবে
সন্ন্যাসিনী, ভিখারিনী, আপাদমস্তক।
ভাব তুমি সতন্ত্র, বোকা তুমি মস্ত।
চাকরী ব্যবসা সাজ সজ্জা,
আনন্দ মস্তি ঘোরা ফেরা।
বন্ধু বান্ধবী সেলিব্রেশন,
ভেবেছো কি ? প্রতিপক্ষের ব্রহ্মাস্ত্র।
তুমি বন্দি, নাই তোমার মুক্তি
জয় পরাজয় পরে হবে,
নিজেরে ভাব ভালো করে।
যুদ্ধ ঘোষণা করেছো
জিততে তোমাকে হবেই।
ফেরার সময় দিনে দিনে
আসছে এগিয়ে নিশ্চুপে
দিন গুলিতে ঘুন ধরছে
হারিয়ে যেতে হবেই ।