চলছে  চলুক এ জীবন
যে ভাবে যায় যাক
কুৎসিত এ সমাজে
আমি অমরত্ব চাই না
অমৃত খুঁজতে আমি
কুৎসিতে হারাই না
বিষাক্ত মানুষের ছায়াতে
আমি সূর্য খুঁজি না
নেই ভরসা নেই বিশ্বাস
আমি অমৃত চাই না
স্বার্থের সংসারে যখন,
মানুষ আপন নয়
আছি ভালো নিজের মতন
সম্পর্ক আর চাই না
প্রগতি দিয়ে কি হবে ?
যখন কোনো উত্তর পাই না
স্বপ্ন যখন ভাঙে সব
বিচ্ছেদের চিৎকারে
আবার ঘুমিয়ে পড়ি কান্নায়
নতুন স্বপ্ন আর দেখি না
জীবনের ক্ষয় ক্ষতি যা হয় হোক
হিসেব আর করি না
জীবন্ত মৃত দেহে ঝুলুক
তোমাদের সবার মাঝে
তোমাদের সুখে সুখী হবো
এর বেশি কিছু চাই না