সেদিন তোমার ভিতরে ভীষণ বিরক্তি ছিল।
আমার হাত টা ধরতে ও সংকোচ বোধের প্রকাশ
বুঝে নিতে একটুও দেরি হয় নি দূরত্ব বাড়ছে।
ফাটল ধরে গিয়েছিলো অশুভ শক্তির আগমনে
আকাঙ্খাকে কাঁধে নিয়ে হেটে যাওয়া আমি একা।
পুরনো সংসারের ধুলো সাফ করতে মনের মরিয়া চেষ্টা ,
এক বাক্য ভিতরকার দ্বন্দ্ব নিয়ে ফিরেছিলাম ঘরে।
পূর্ণিমার চাঁদের আলোতেও কোনো মুগ্ধতা ছিলো না।
গভীর রাতে স্মৃতিরা যখন ফিরে এসে ডাক দিলো ,
তখনও বুঝিনি ছেড়ে চলে যাবে সব নষ্ট করে।
তবে আজ বুঝতে পারছি সে পূর্ণিমা বিষাক্ত ছিল না
বরং নতুন সূর্যোদয় সূচনা ছিল প্রতিটা গল্পের।
ঠিক যেমন মেঘেরা তাদের রূপ বদলে ফেলে ,
সব বদলে গেলো অঝোর বর্ষণের সমাপ্তিতে।
তুমি নতুন কি পেয়েছো ? পেয়েছি তো আমি অনেক কিছু।
বিরহ যন্ত্রণার সুখ পেয়েছ ? ভেজা অনুভূতির রাস্তায় হেটেছ ?
আজও তোমার পায়ের তলায় অনুভূতির মাটি শুকনো।
আজ আমি অনুভূতির চাদরের ধুলো ঝেড়ে শুদ্ধ।
নিবিড় ভালোবাসার সমাপ্তি তো তোমার হয়েছে
আজও আমি নিবিড় ভালোবাসার স্পন্দনে, এই বেশ ভালো আছি।