এতো সুন্দর আদর মাখা মুখ দেখলে
কার না ইচ্ছে হয় বলো ?
ধরো একদিন আমি তোমার জন্য
অনেক রকমের বিস্কুট নিয়ে গেলাম
তুমি পাঁচিলের উপর বসে
পা দোলাবে আর বিস্কুট খাবে
আমি না হয় দূর থেকে তোমার ছবি তুলবো
তাতে তোমার এমন কি আসবে যাবে
ধরো একদিন আমি কৃষ্ণচূড়া নিয়ে যাবো
তুমি না হয় কৃষ্ণচূড়া কানে গুঁজে আকাশ দেখবে
আমি না হয় দূর থেকে তোমার ছবি তুলবো
তাতে তোমার কি এমন ক্ষতি হবে
ধরো তোমার আদর মাখা মুখে
এক টুকরো মেঘের বৃষ্টি ঢেলে দিয়ে
আমি না হয় দূর থেকে একটা ছবি নেবো
তাতে তোমার এমন কি ক্ষতি হবে
ধরো একদিন তোমায় দুর্গা প্রতিমার রূপে
না হয় আমি তোমায় দেখেই নিলাম
আগমনীর সেই সন্ধিক্ষণে তুমি না হয়
একটু রুদ্র নয়নে তাকালে আমার দিকে
আমি যদি সেই অরূপ মূর্তি ক্যামেরায় বন্দি করি
তাতে তোমার কি বা এসে যাবে
ধরো গঙ্গার সিঁড়িতে আঁচল ভিজিয়ে
না হয় পিছন ফিরেই চলে গেলে
আমি যদি সেই মুহূর্ত ক্যামেরায় বন্দি করি
তাতে তোমার কি এমন ক্ষতি হবে
যদি ধরো কলেজিস্ট্রিট' বই পাড়ায়
বইয়ের মাঝে তোমার কানের দুল দেখেই নিলাম
ইচ্ছে হলো একটা ছবি রাখতে
তাতে এমন তোমার কি আসবে যাবে
ভেঙে দেবে ? আমার এতো ভাবনা এতো ইচ্ছে