কখনো কখনো কিছু মানুষ
একদম চুপ করে যায়।
কখনো কখনো খুব ভালোবাসার মানুষের সাথে
হটাত কথা বন্ধ করে দেয়।
কখনো কখনো কোনো মানুষ
যাকে খুব চেয়েছিলো তার থেকে দুরুত্ব বাড়ায়।
খুব রেগে গেলেও চুপ করে থাকে।
কেউ অপমান করলে
তাকে উল্টো অপমান করতে যায় না।
শুধু চুপ করে থাকে।
যে মানুষ টা এক সময় খুব কথা বলতো
সে চুপ করে থাকে।
অবহেলার আঘাতে কিছু তিক্ত কথার
আঘাতে তারা এতটাই আহত
যে কেউ ভালোবাসতে এলেও
কোনো অনুভূতি কাজ করে না।
কেউ বাজে কিছু বললেও
সে দুরুত্ব বাড়ায় কথা বলে না।
কেন জানেন ? পুনরায় অবহেলার ভয়।
আর সে জানে তিক্ত কথার আঘাত
একটা মানুষকে কতটা আহত করে।
তাই সে সেই আঘাত টা অন্য কাউকে দিতে চায় না।
শুধু চুপ করে থাকে।