খুঁজিতেছি নিরন্তর তব ,
সেই মূর্তি খানি আজ মেলে নাই।
কত নিশীথে গানে গানে
কবিতার ছন্দে গোপনে স্বয়নে।
খুঁজিতেছি তব অনুভবের গন্ধ
অন্ধকারের ভিজে মাটিতে
আজ প্রদীপ জ্বলে নাই মোর দুয়ারে
যদি দেখা পাই এই শীর্ণ হৃদয়,
গাঁথিব পুষ্প মালা রজনীর অবসানে।
তোমা প্রতীক্ষায় জানিনা কখন
আসে একটি সকাল ফুরায় দিবস।
রজনী তে যখন তাকাই আকাশ পানে
অনেক চাওয়া পাওয়ার মাঝে
যদি দেখা দেয় সেই ধ্রুবতারা
মোছায় মনের গ্লানি মেলে প্রাণের পরশ।
মোর এই শূন্য ঘরে ধুলায় ধুলায়,
গিয়েছে ঢেকে চিরদিনের চাওয়া
তবু আসা বাঁধি ঘুচুক প্রতীক্ষা তব
যদি দেখা দাও দিও গো তব চরণ পরশ।