কোনো বাঁধায় আটকা পরবে না ?
আবার কোন নতুন বাঁধনে বাঁধবো তোমায় ?
যে আত্মার বাঁধনে বাঁধা আছো
সেখান থেকে বেরিয়ে নিজেকে সুখী করে দেখাও।
বেঁচে আছি ই  তো তোমার সুখ দেখবো বলে।
দীর্ঘ বছরের যে বিশ্বাসের বাঁধন,
নিষ্ঠূর ছুড়ির আঘাতে টুকরো টুকরো করে বেরিয়ে গেলে।
ভেবেছিলাম তুমি ভীষণ সুখী হবে  
কৈ পারলে না তো তোমার সুখ দেখাতে।
সমস্ত কিছু দেখলাম শুষ্ক বুকের হাহাকার নিয়ে
দেখলাম তোমার প্রেম, পরিশ্রম, তোমার সংঘর্ষ ,
পুড়ে যাওয়া সংসার ,আত্মীয় সজন বন্ধু বান্ধব।
কথাও তোমার সুখ দেখতে পারলাম না।
অর্ধনারীশ্বর হয়ে বেঁচে আছি তোমায় জড়িয়ে
এ বাঁধন থেকে মুক্তি দেবার ক্ষমতা আমারো নেই
শুধু ব্যাকুল হৃদয় তোমার সুখের প্রার্থনা করা ছাড়া
আমি চাই , আমি চাই জানো তোমার সুখ।
হংসেশ্বরীও একবার মুচকি হেসে বলে ,
ওরে ও তোর বিশ্বাস পুড়িয়েছে তোর বাঁধন মুক্ত হয় নি।
খুব চিন্তা হয় জানো, তোমাকে নিয়ে ভীষণ চিন্তা হয়
আত্মার এই বাঁধন থেকে মুক্তি দেই কিভাবে ?
এই তো সেদিন ও বললে কোথায় যেন বেঁধে আছো
তাহলে আবার নতুন কোন বাঁধনে বাঁধবো ?
তুমি সংজ্ঞা হারিয়েছো তাই পথ হারিয়ে বিভ্রান্ত।
বিশ্বাস তো পুড়িয়েছ পারলে বাঁধন ছেড়ো।