এগারোটা বছর আমি শুধু যুদ্ধ করে গেছি
তোমাকে আবর্জনা মুক্ত করতে
যখন তুমি আমার গলায় ফাঁস পরিয়ে ঝুলিয়ে দিয়েছিলে।
তখন আমার আর্তনাদ তোমার মনে হয়েছিল
অসভ্য অশ্লীল অপমান।
যখন তুমি তোমার সভ্যতার ছুরি দিয়ে
আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে
লবন ছিটিয়ে দিয়েছিলে
তখন আমার আর্তনাদ তোমার মনে হয়েছিল
আমি একটা জংলী বর্বর অসামাজিক।
যখন তুমি তোমার সামাজিকতার ধারালো ব্লেড দিয়ে
আমার জিভ কেটে আমার আর্তনাদ
বন্ধ করতে চেয়েছিলে তখন তোমার সমাজ
তোমার সামাজিক বন্ধুরা আমাকে
তোমারই মতামতে কলঙ্কিত করেছিল।
বলে ছিলো আমি প্রতারক
আমি তোমার সব কেড়ে নিয়ে
তোমাকে নিজের করে রেখেছি।
তোমাকে নিজের কাছে আটকে রেখেছি।
হ্যা হ্যা হ্যা আমি তো সেটাই করেছিলাম।
তোমার ওই সভ্য সমাজের ভিড়ে হারিয়ে দিতে চাই নি।
তোমাকে নিজের করে রাখতে
তোমাকে আগলে রাখতে চেয়েছিলাম।
এটাই আমার দোষ ছিল
তাই আমার ওই রক্তাক্ত শরীর যে আর্তনাদ করছিল
তাতে তুমি ভীত হয়েছিলে।
এগারোটা বছর আমি শুধু যুদ্ধ করে গেছি
তোমাকে আবর্জনা মুক্ত করতে
আমি আলোর পথে হাটতে পছন্দ করেছি
তুমি ছুটতে থেকেছো জঞ্জালে আবর্জনায়
তোমার সভ্যতার কাছে আমি বিজয় হতে পারিনি
হেরে গেছি আমার চেষ্টার কাছে আমার ভালোবাসার কাছে
আজ সবাই চলে গেছে
আমার মৃত শরীরে কেউ একটা ফুল দেয় নি
বা কেউ তোমার পাশে থেকে তোমাকে আপন করেনি।